Smart Scene এর মাধ্যমে বাসাকে করুন আরও বেশি স্মার্ট

Smart Scene আসলে কি?

মূলত Smart Scene হচ্ছে স্মার্ট হোম ইকোসিস্টেমের একটি ফিচার যার মাধ্যমে আপনি আপনার সবগুলো স্মার্টলাইফের স্মার্ট ডিভাইসগুলোকে একটির সাথে আরেকটির সংযোগ ঘটাতে পারবেন। সহজ করে বললে, ধরুন আপনি চাচ্ছেন স্মার্ট ডোর লক দিয়ে বাসায় প্রবেশ করলেই আপনার দরজার ওপাশের লাইটটি জ্বলে উঠবে। কিংবা, জানালা খুলে দিলেই এসি বন্ধ হয়ে যাবে, অথবা তাপমাত্রা আপনার সেট করে দেয়া লিমিটের ওপরে উঠলে একাকী ঘরের এসি চালু হয়ে যাবে। এছাড়াও, আপনার উপস্থিতি সনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে লাইট/ফ্যান জ্বলে ওঠা এবং অনুপস্থিতিতে একাকী বন্ধ হয়ে যাওয়া, একটি সুইচ টিপলেই বাসার আপনার নির্ধারিত সব লাইট, ফ্যান, ডিভাইস চালু বা বন্ধ হবে। এছাড়াও, Smart Scene গুলোকে কিন্তু ভয়েস কমান্ডের মাধ্যমেও আপনি ব্যবহার করতে পারবেন। 

স্মার্ট সিনের মাধ্যমে আপনি আপনার মনের মত করে যা ইচ্ছে চান, সেভাবেই অটোমেশন সেট করা সম্ভব। এবং তা শুধুমাত্র একটি ডিভাইস বা অ্যাকশনের মধ্যে সীমাবদ্ধ না। অর্থাৎ, একটি Smart Scene চালু হলে তা আপনার বাসার বা অফিসের মাল্টিপল স্মার্ট ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারবে। এখানে মূলত কয়েক ভাবে Smart Scene সেট করা সম্ভব:

Tap-to-Run: আপনি যদি একটি স্মার্ট সিন তৈরি করেন, এবং তার মধ্যে কিছু অটোমেশন ফরমুলা সেটআপ করে রাখেন, তাহলে শুধু Smart Scene টি রান করলেই কমান্ডটি কাজ করবে। যেমন – অ্যাপ থেকে Movie Time নামের Scene টি রান করলে ঘরের মূল লাইট নিভে যাবে এবং টিভির পেছনে ও ঘরের বিভিন্ন জায়গায় হালকা আলোতে RGB লাইট জ্বলে উঠবে।

Weather Change: আবহাওয়া পরিবর্তনের বিভিন্ন পরিমাপক যেমন Tempareture, humidity, Weather, Sunset/Sunrise, Wind Speed ইত্যাদি পরিবর্তনের ওপর নির্ভর করে আপনি অটোমেশন সেট করতে পারবেন। যেমন – ২৮ ডিগ্রির বেশি তাপমাত্রা বাড়লেই ফ্যান একাকী চালু হবে, বা সূর্যাস্তের সময় একাকী ঘরের লাইট জ্বলে উঠবে।

Location: আপনার লোকেশন পরিবর্তনের ওপর নির্ভর করে এই অটোমেশনগুলো কাজ করবে। যেমন – আপনি বাসায় আসলেই আপনার বেডরুমের লাইট একাকী জ্বলে উঠবে, অথবা আপনি বাসা থেকে বের হলে সমগ্র বাসার সব স্মার্ট ডিভাইস একাকী বন্ধ হয়ে যাবে।

Schedule: আপনি টাইম শিডিউলের মাধ্যমে যেকোনো ডিভাইসের জন্য অটোমেশন সেট করতে পারবেন। যেমন – ধরুন আপনি প্রতিদিন সকালে উঠে অফিসে যাওয়ার আগে গোসল করে বের হন। তাই সকাল ৭:৩০ এ আপনার গরম পানির প্রয়োজন হয়, কিন্তু বন্ধের দিনগুলোতে আপনি সকাল ১০ টায় ঘুম থেকে উঠেন। প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭:১০ এ অটোমেটিকভাবে আপনার বাথরুমের পানির গিজার চালুর জন্য আপনি অটোমেশন সেট করে রাখতে পারবেন। তাহলে আপনার কখনও গরম পানির জন্য চিন্তা করতে হবেনা এবং অতিরিক্ত বিদ্যুৎ অপচয়ও রোধ করতে পারবেন।

Device Status Change: অন্য কোন ডিভাইসের কোন অবস্থা পরিবর্তনের মাধ্যমেও আপনি অটোমেশন সেট করতে পারবেন। যেমন – স্মার্ট ডোর লক খুলে প্রবেশ করলে একাকী লাইট জ্বলবে, বেডরুমের মেইন লাইট জ্বালালে ডিম লাইট বন্ধ হবে, বা ডিম লাইট জ্বালালে মেইন লাইট বন্ধ হবে, অথবা অন্য রুমের কোন লাইট আপনি আপনার রুমের কোন স্মার্ট সুইচের অব্যবহৃত কোন বাটনের সাথে কানেক্ট করতে চাচ্ছেন যেন রুমে বসেই তা নিয়ন্ত্রণ করতে পারেন।

Family Member: পরিবারের কোন সদস্যদের আগমনের ওপর নির্ভর করেও অটোমেশন সেট করা সম্ভব। যেমন – আপনার মা বাসার স্মার্ট ডোর লকে তার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে আনলক করে বাসায় প্রবেশ করলে তার রুমের লাইট জ্বলে উঠবে।

Arm Mode: স্মার্টলাইফের হোম অ্যালার্মের Arm বা Disarm মুড পরিবর্তনের ওপর নির্ভর করে আপনি আটোমেশন সেট করতে পারবেন। যেমন – বাসা থেকে বের হওয়ার সময় আপনি Arm মুড সেট করে দিলে সব ডিভাইস বন্ধ হয়ে যাবে, এবং বাইরে থেকে এসে পাসওয়ার্ড বা কার্ড দিয়ে সিস্টেম Disarm করলে আবার একাকী নির্দিষ্ট কিছু লাইট এবং ডিভাইস চালু হবে।

Alarm: বিভিন্ন ধরনের অ্যালার্ম যেমন ফায়ার, গ্যাস, স্মোক অ্যালার্ম অথবা মোশন, চুরি-ডাকাতি, ইমারজেন্সি, শারীরিক বিভিন্ন এবনরমালিটি ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে অটোমেশন তৈরি করতে পারবেন। যেমন – ফায়ার অ্যালার্ম বেজে উঠলেই সাইরেন বেজে উঠবে, আপনি বাইরে থাকলেও নোটিফিকেশন আসবে, ঘরের নির্দিষ্ট কিছু লাইটের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যাবে, ইত্যাদি।

এছাড়াও, স্মার্টলাইফের স্মার্ট সুইচ এবং ডিভাইসগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের Smart Scene কেন্দ্রিক অটোমেশন তৈরি করা যায়। এসব ব্যাপারে স্মার্টলাইফের রয়েছে দক্ষ আফটার সেলস টিম যারা আপনাকে এ ব্যাপারে গাইড করে সাহায্য করতে। স্মার্টলাইফের স্মার্ট ডিভাইসগুলোতে অন্যান্য সাধারণ স্মার্ট ডিভাইসের তুলনায় অনেক বেশি ফাংশনালিটি এবং কাস্টম ডেভেলপড ফিচার রয়েছে, যা শুধুমাত্র নামমাত্র স্মার্ট নিয়ন্ত্রণই নয়, আপনার জীবনকে করে তুলতে পারে স্মার্ট, ঠিক যেমনটি আপনি যেভাবে চান।

We will be happy to hear your thoughts

Leave a reply

SmartLife
Logo
Shopping cart