স্মার্ট ডোর লক লাগানোর পূর্বে যা জানতে হবে

সম্প্রতি একজন প্রসিদ্ধ ডক্টর আমাদের সাথে যোগাযোগ করেছিলেন স্মার্ট ডোর লকের ব্যাপারে। তিনি চাবির ঝামেলা সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় পরে সিদ্ধান্ত নেন স্মার্ট ডোর লক লাগানোর ব্যাপারে, এবং স্মার্টলাইফকে তিনি বেছে নিয়েছিলেন স্মার্ট হোম অটোমেশনে বাংলাদেশের ১ নম্বর প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু স্মার্ট লক লাগানোর সিদ্ধান্ত নিলেও, তিনি সিদ্বান্তহীনতায় ভুগছিলেন যে, কোন স্মার্ট ডোর লকটি তার জন্য সেরা হবে? স্মার্ট ডোর লক লাগানোর সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত এবং বিবেচনা করা উচিত, সেই বিষয়েও তার দ্বিধা ছিল।

স্মার্ট ডোর লক কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রধান বিষয়গুলো আমরা এখানে আলোচনা করছি।

প্রথমত হল, আপনি কেমন সিকিউরিটি চাচ্ছেন। সবগুলো স্মার্ট লক কিন্তু একই রকম ম্যাটেরিয়ালে তৈরি নয়। দেখতে একই বা কাছাকাছি হলে, স্মার্ট ডোর লকের অভ্যন্তরীণ চিপ, সেন্সরসহ অনেক সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা মূলত আপনার নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়াও প্রচুর কপি প্রোডাক্ট বাজারে থাকায় সঠিক স্মার্ট ডোর লকটি নির্বাচন করাও কঠিন হয়ে পরে। স্মার্ট লক কেনার সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি সাধারণ নিরাপত্তা চান, নাকি মিলিটারি গ্রেড সিকিউরিটি চান। বিভিন্ন স্মার্ট লক বিভিন্ন লেভেলের নিরাপত্তা প্রদান করে এবং বিভিন্ন কোয়ালিটির মরটিস/লকবডি রয়েছে যা আপনার নিরাপত্তা বাড়াবে।

দ্বিতীয়ত হল, আপনি যেই দরজায় স্মার্ট লকটি লাগাতে চাচ্ছেন, তার পুরুত্ব কতটুকু? বিভিন্ন স্মার্ট ডোর লকের বিভিন্ন সাইজের লকবডি রয়েছে। যেমন SmartLife Z1 Pro এর জন্য নূন্যতম ১.৩-১.৪ ইঞ্চির পুরুত্বের দরজা প্রয়োজন, যেখানে SmartLife M1 স্মার্ট ডোর লকটি ১ ইঞ্চির দরজায় অনায়াসে ইন্সটল করা যায়। তাই ইন্সটল করার পূর্বে আমাদের এক্সপার্ট টিম আপনার বাসা ভিজিট করে বা দরজার মাপ নিয়ে লকটি পারফেক্টভাবে ইন্সটল করতে পারবে।

তৃতীয়ত, আপনি কোন ধরনের আনলকিং মেথড ব্যবহার করতে চাচ্ছেন বা কোন কোন ফিচারগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ। স্মার্ট ডোর লকের একেক মডেলে একেক ধরনের আনলকিং মেথড রয়েছে। সাধারণ কিছু কমন মেথড প্রায় সব লকেই থাকে, যেমন – ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, স্মার্ট কি কার্ড, চাবি ইত্যাদি। আপনি যদি 3D ফেস রিকগনাইজেশন আনলক, রিমোট আনলক, ভেইন আনলক, ডুয়েল ভেরিফিকেশন ইত্যাদি ফিচার চান, তাহলে আপনাকে সে অনুযায়ী স্মার্ট লক নির্বাচন করতে পারবে। শুধু তাই নয়, ফিচার এক হলেও সেন্সরের কোয়ালিটির ওপর নির্ভর করে আপনার ব্যবহারের অভিজ্ঞতার তারতম্য হতে পারে, তাই এখানে সঠিক লকটি বেছে নেয়া খুব জরুরী। স্মার্টলাইফের এক্সপার্ট টিম আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেরা লকটি আপনার সাথে কথা বলে সাজেস্ট করতে পারবে, যা আপনাকে ম্যাক্সিমাম কমফোর্ট এনে দিবে।

চতুর্থত, স্মার্ট লক কেনার আগে আপনাকে নিশ্চিত করতে হবে এর বিল্ড কোয়ালিটি কেমন, গ্যারান্টি এবং ওয়ারেন্টি যা আপনাকে বলা হচ্ছে আসলেই তা আপনাকে প্রদান করার মত সামর্থ্য বিক্রেতা প্রতিষ্ঠানের আছে কিনা, কোন পার্টস নষ্ট হয়ে গেলে তার জন্য আপনাকে কয়েকমাস অপেক্ষায় রাখা হবে কিনা, দক্ষ ইন্সটলেশন টিম আপনার দরজার ক্ষতি না করে লকটি ইন্সটল করতে পারবে কিনা এবং কোম্পানিটি সুপ্রতিষ্ঠিত কিনা, অর্থাৎ ভবিষ্যতে তাদের সার্ভিস প্রোভাইড করা হঠাৎ বন্ধ হয়ে যাবে কিনা? এসব বিষয় বিবেচনা না করে স্মার্ট লক কিনলে পরে আপনাকে এ ধরনের সমস্যায় ভুগতে হবে, কারণ অনেক কাস্টমারদের কাছে আমরা তাদের পূর্বে ব্যবহৃত লকের খারাপ অভিজ্ঞতার কথা শুনে থাকি। স্মার্টলাইফ উল্লেখিত প্রতিটি বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে সার্ভিস কোয়ালিটি নিশ্চিত করে, তাই ক্লায়েন্ট হিসেবে আপনি থাকবেন নিশ্চিন্ত।

স্মার্ট ডোর লকের ব্যাপারে যেকোনো প্রশ্নে বা সামনাসামনি স্মার্টলাইফের স্মার্ট ডোর লকগুলো এক্সপেরিয়েন্স করার জন্য ফোন করুন 01825-777111, 09613-070809. আমাদের ডেডিকেটেড এক্সপার্ট সাপোর্ট টিম আপনাকে যেকোনো সমস্যায় সহযোগিতা করবে।

We will be happy to hear your thoughts

Leave a reply

SmartLife
Logo
Shopping cart