ব্যস্ত জীবনে স্মার্টলাইফের স্মার্ট ডোর লকেই আস্থা

একটি সময় ছিল, যখন বাড়ির সামনে সবার পাহারাদার থাকতো, বাসায় কাজের মানুষ বা কেয়ারটেকার থাকতো। বাড়ির নিরাপত্তার জন্য অনেক মানুষও থাকতো। তবে দিন দিন পরিবারগুলো যেমন ছোট হচ্ছে, বাসায় অতিরিক্ত মানুষও কমেছে। যাও বা পাওয়া যায়, এই যুগে কাউকে বিশ্বাস করাটাও কঠিন হয়ে পড়েছে। তাই দিনশেষে নিজের নিরাপত্তার ভার যেন নিজের হাতেই। তবে স্মার্ট টেকনোলজির এই যুগে হোম সিকিউরিটি কয়েক ধাপ এগিয়ে গেছে। টেকনোলজি শুধু আমাদের জীবনকে সহজই করছে না, করছে আরও নিরাপদ। স্মার্টলাইফের স্মার্ট ডোর লকের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার হাতের মুঠো থেকেই আপনার বাসার নিরাপত্তার সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন, আর বাইরে থাকলেও আপনি থাকবেন একদম নিশ্চিন্ত। আমাদের কিছু ক্লায়েন্ট তাদের বাস্তব জীবনে স্মার্টলাইফের স্মার্ট ডোর লক ব্যবহার করে তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন স্মার্ট উপায়ে। চলুন জেনে আসা যাক কিভাবে তারা তাদের সমস্যা সমাধান করেছেন স্মার্টলাইফের স্মার্ট হোম সিকিউরিটি সলিউশনের মাধ্যমে।

ব্যস্ত জীবনের স্মার্ট সমাধান

মি. এবং মিসেস কিবরিয়া দুজনই পেশায় চিকিৎসক। পেশাগত কারণে দুজনেরই বেশিরভাগ সময় কর্মস্থলে থাকতে হয়। বাসায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা দুজনই বেশ চিন্তার মধ্যে থাকেন। ঠিক সময়ে বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে এবং ফিরে আসছে কিনা, কোচিং থেকে একা ফিরছে, নাকি সাথে কেউ আসলো বাসায়, এ ধরনের বিভিন্ন টেনশন তাদের মাথায় কাজ করে। বারবার ফোন দিয়ে খোঁজ নেয়াটাও কঠিন হয়ে যায় তাদের পেশাগত প্রক্রিয়ার কারণে। এছাড়াও প্রতিদিন চাবি কে নিয়ে যাবে, কার আগে কে বাসায় আসবে, এসব নিয়ে দোটানা তো থাকেই। এসব সমস্যা নিয়েই তারা স্মার্টলাইফের সাথে যোগাযোগ করেছিলেন। তাদের সবগুলো চ্যালেঞ্জের কথা শুনে স্মার্টলাইফের হোম অটোমেশন এবং সিকিউরিটি এক্সপার্ট তাকে সাজেস্ট করেন স্মার্টলাইফের সিগনেচার স্মার্ট ডোর লক SmartLife Z1 Pro. বেশিরভাগ স্মার্ট ডোর লকে কমন কিছু ফিচার থাকেই, কিন্তু ক্লায়েন্টরা সুনির্দিষ্টভাবে যেসব সমস্যার মুখোমুখি হন, সেসব ভেবেই আমরা তাদেরকে তাদের উপযোগী স্মার্ট ডিভাইস রিকমেন্ড করি। স্মার্ট ডোর লকটির মাধ্যমে এখন তাদের সন্তানরা ঘরে প্রবেশ করলেই তারা মোবাইল অ্যাপে এবং স্মার্ট ওয়াচে নোটিফিকেশন পেয়ে যান। তাই, পেশাগত কারণে মোবাইল হাতের কাছে না থাকলেও স্মার্ট ওয়াচ থেকেই তারা জেনে যান তাদের সন্তান ঘরে ফিরেছে। মিসেস কিবরিয়া জানান যে, “এখন এফোর্ট না দিয়ে আমি আমার সন্তানদের ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারি”। এছাড়াও, চাবি নিয়ে তাদের কোন ভোগান্তি পোহাতে হয় না, কারণ পরিবারের সব সদস্যরা তাদের ফেস, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, স্মার্ট কি কার্ড, ইত্যাদি অনেক উপায়ে স্মার্ট ডোর লকটি আনলক করে ঘরে প্রবেশ করতে পারে। এছাড়াও, ডোর লকটির রিয়েল টাইম ভিডিও ইন্টারকম সুবিধার মাধ্যমে যেকোনো সময় দরজার বাইরে কে আছে তা মোবাইল অ্যাপ থেকে লাইভ ভিডিও দেখা যায় এবং কথা বলা যায়। কোন নিকটাত্মীয় আসলে, বাসার বাইরে থাকলেও রিমোট আনলকের মাধ্যমে দরজা খুলে তাদের প্রবেশ করতে দেয়া যায়। শুধুমাত্র চাবি দেয়ার জন্য শহরের অন্য প্রান্ত থেকে ছুটে আসতে হয় না। স্মার্টলাইফের স্মার্ট ডোর লকটি যেমন তাদের জীবন সহজ করেছে, তেমনি তাদের করেছে নিশ্চিন্ত এবং পরিবারকে করেছে সিকিউর।

চিন্তামুক্ত স্মার্ট জীবন

মঞ্জুরুল আনোয়ার সাহেব স্মার্টলাইফের সাথে যোগাযোগ করেছিলেন অন্যরকম একটি সমস্যা নিয়ে, এবং উনি পরবর্তীতে আমাদের ধন্যবাদ দিয়েছেন কারণ সত্যি সত্যি স্মার্ট সমাধানটি তার দুশ্চিন্তা দূর করতে সক্ষম হয়েছে। আনোয়ার সাহেব তার মাকে নিয়ে ঢাকায় একা থাকেন, এবং চাকরির কারণে বেশিরভাগ সময় তাকে বাসার বাইরে থাকতে হয়। কয়েকবার এরকম ঘটনা ঘটেছে যে, তার মা অসুস্থতার কারণে বাসার ভেতরে ঘুমিয়ে থাকতেন ঘুমের ওষুধ খেয়ে, এবং অফিস থেকে এসে উনি কলিংবেল দিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং দুশ্চিন্তা করতেন অসুস্থ মায়ের খারাপ কিছু হল না তো? আমরা তাকে সমস্যার সমাধান হিসেবে সাজেস্ট করেছিলাম SmartLife X1 Pro স্মার্ট ডোর লকটি। এর মাধ্যমে উনি বাইরে থেকে এসে খুব সহজেই ঘরে প্রবেশ করতে পারেন, এবং তার মায়ের ঘুমের ব্যাঘাতও হয় না। ওনার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে যে, এই স্মার্ট ডোর লকটির কারণে উনি বাসায় প্রবেশের সময় আগে যে দুশ্চিন্তা করতেন দরজা খোলার দেরি হওয়ার কারণে, তা থেকে তিনি একদম মুক্ত।

সিকিউরিটি করুন দ্বিগুণ, ভেতরে এবং বাইরে

সালমা রহমান পরেছিলেন অদ্ভুত এক সমস্যায়। তিনি আমাদের কাছে এসেছিলেন এমন কোন সমাধানের জন্য যেন বাসার ভেতর থেকে বের হতে চাবি বা ফিঙ্গারপ্রিন্ট/পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তার বাসায় একজন তরুণী কাজের মানুষ রয়েছে। প্রয়োজনে তাকে স্বল্পসময়ের জন্য মাঝে মাঝে বাইরে যেতে হয়। একা একা তার কাছে বাচ্চাদের এবং ঘরের মূল্যবান সামগ্রী রেখে যেতে উনি দুশ্চিন্তায় থাকেন। স্মার্টলাইফ তাকে এক্ষেত্রে দিয়েছে একদম পারফেক্ট সমাধান – SmartLife B1 Dual. এই স্মার্ট ডোর লকটির মাধ্যমে বাসা থেকে বের হতে ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, স্মার্ট কি কার্ড, চাবি ইত্যাদি প্রয়োজন হয়। আপনি চাইলে বাসার সেকেন্ডারি লক হিসেবেও লকটি ব্যবহার করতে পারবেন, এবং শুধু প্রয়োজনে লকটিকে একটিভেট করতে পারবেন। এর মাধ্যমে তিনি এখন নিশ্চিন্তভাবে বাসার বাইরে যেতে পারেন, এবং প্রয়োজনে মোবাইলের রিমোট আনলক বা সাময়িক পাসওয়ার্ডের মাধ্যমে বাসার বাইরে থেকেও দরজার লকটি খুলে দিতে পারেন।

এখন বেডরুমও থাকুক সিকিউর

অয়ন সাহেব থাকেন তাদের বিরাট পরিবারের সাথে, কিন্তু নিজের বাসায়ও তিনি কিছুটা প্রাইভেসির সঙ্কটে ভুগছিলেন। তিনি যখন বাসার বাইরে থাকেন, তার রুমে এসে বাসার অন্য বাচ্চারা এবং কিছু সদসররা তার দরকারি সবকিছু ঘাটাঘাটি করতো। পরবর্তীতে দেখা যেত, তার দরকারের সময় তিনি আর প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছিলেন না। ওনাকে আমরা সহজ সমাধান হিসেবে সাজেস্ট করলাম বেডরুমের জন্য খুব কম্প্যাক্ট একটি স্মার্ট লক SmartLife L1. এই লকটি তিনি তার ফিঙ্গারপ্রিন্ট দিইয়ে খুব সহজেই খুলতে পারেন। এছাড়াও, পাসওয়ার্ড, স্মার্ট কি কার্ড, চাবি, মোবাইল অ্যাপ দিয়েও খোলা যায়। তিনি বাসার বাইরে থাকলেও জরুরী প্রয়োজনে মোবাইল অ্যাপ থেকে পাসওয়ার্ড জেনারেট করে বাসার সদস্যদের ডিতে পারেন যদি কাউকে তার রুমে প্রবেশের অনুমতি দিতে হয়।

অফিসও হোক স্মার্ট এবং সিকিউর

হক সাহেবের অফিসে গুরুত্বপূর্ণ একটি রুমে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট এবং পণ্যের স্যাম্পল থাকে। সবাইকে এই রুমের প্রবেশাধিকার দেয়া হয় না। হোক সাহেবের কাছেই চাবি থাকতো, তবে বিশেষ প্রয়োজনে তার বাসায় এসে চাবি নিয়ে অনুমতিসাপেক্ষে কাউকে কাউকে প্রবেশের অধিকার দেয়া হত। সমস্যাটির স্মার্ট সমাধান তাদের অফিস কর্তৃপক্ষ চাচ্ছিলেন, কিন্তু থাই স্লাইডিং গ্লাস ডোরের জন্য ভালো মজবুত কোন লক পাওয়া দুষ্কর। এই সমস্যাটি নিয়ে তাঁরা স্মার্টলাইফের সাথে যোগাযোগ করেন। স্মার্টলাইফ এক্সপার্ট টিম তাদের অফিস ভিজিট করে সেই থাই স্লাইডিং গ্লাস ডোরের জন্য SmartLife G2 Pro স্মার্ট লকটি সাজেস্ট করেন, এবং তাদের আরও কিছু গ্লাস পার্টিশন রুমের জন্য SmartLife G1 Pro স্মার্ট লক সাজেস্ট করেন। স্মার্টলাইফের স্মার্ট সলিশন তাদের অফিসের নিরাপত্তা আরও বাড়িয়েছে, এবং তাদের কাজের প্রক্রিয়াকেও আরও সহজ করেছে।

এভাবে স্মার্টলাইফ প্রতিনিয়ত কাস্টোমারদের ইউনিক সমস্যা বুঝে তাদের জন্য কাস্টমাইজড সলিউশন প্রদান করছে। সব ইউজারদের সমস্যা এক নয়, এবং তাদের একই ধরনের স্মার্ট ডোর লক প্রয়োজন নেই। স্মার্টলাইফ প্রতিনিয়ত ক্লায়েন্টদের চ্যালেঞ্জগুলো সমাধান করছে নিষ্ঠার সাথে, এবং আমাদের এক্সপার্ট টিম আপনার জন্য সেরা সমাধানটিই আপনাকে সাজেস্ট করবে। তাই স্মার্ট ডোর লক বা স্মার্ট হোম সিকিউরিটি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসায় নির্দ্বিধায় যোগাযোগ করুন স্মার্টলাইফের সাথে, বা সামনাসামনি এক্সপেরিয়েন্স করতে ভিজিট করুন স্মার্টলাইফ এক্সেপ্রিয়েন্স সেন্টার।

স্মার্টলাইফের সাথে যোগাযোগ করুন

ফোন: +8801825777111, +8809613070809
হোয়াটসঅ্যাপ: +8801825777111, +8809613070809
ই-মেইল: support@smartLife.com.bd
ফেসবুক: https://facebook.com/SmartLifeBDOfficial
মেসেঞ্জার: https://m.me/SmartLifeBDOfficial

We will be happy to hear your thoughts

Leave a reply

SmartLife
Logo
Shopping cart