স্মার্ট ডোর লকে Temporary/Guest পাসওয়ার্ড ফিচার যেভাবে আপনার জীবন সহজ করে

সাদমান পেশায় একজন ইঞ্জিনিয়ার। অফিসের কাজে প্রতিদিন ৯-৫টা পর্যন্ত তাকে অফিসেই থাকতে হয়। হঠাৎ একদিন বিশেষ প্রয়োজনে তার বাবা-মাকে গ্রাম থেকে ঢাকায় আসতে হবে। তারা দুপুর ১টায় সাদমানের বাসায় এসে পৌঁছাবেন। কিন্তু অফিসের কারণে সাদমান সে সময় বাসায় উপস্থিত থাকবে না। বাসায়ও অতিরিক্ত কোন সদস্য নেই যারা তখন তাদেরকে প্রবেশ করতে দিতে পারবে। অফিস বাসা থেকে অনেক দূরে থাকায় সাদমানের পক্ষেও এসে দরজার তালা খুলে দেওয়া সম্ভব নয়। এখন একমাত্র উপায় দারোয়ান বা পাশের বাসায় কারো কাছে চাবি রেখে যাওয়া। কিন্তু তারাও খুব বেশি বিশ্বস্ত না বিধায় সাদমানের মধ্যে সে ব্যাপারে দ্বিধা কাজ করছে।

সাময়িক পাসওয়ার্ড হতে পারে সমাধান

সাদমানের বাসায় যদি একটি স্মার্টলাইফের স্মার্ট ডোর লক থাকতো, তাহলে কিন্তু এ সমস্যাটি খুব সহজেই সমাধান করা সম্ভব হত। হুট করে কেউ চলে আসলে মোবাইল অ্যাপ থেকে একটি সাময়িক পাসওয়ার্ড তৈরি করে তার বাবা-মাকে দিতে পারতো। তাহলে তারা সহজেই বাসায় প্রবেশ করতে পারতো, কারো কাছে চাবি রেখে যাওয়ার ঝুঁকি এবং বাধ্য-বাধকতা থাকতো না। চাবি রেখে গেলে কিন্তু অনেকেই বাসায় প্রবেশ করে অযথা ঘাটাঘাটি করে, এবং চাবি যেহুতু সহজেই কপি করে ফেলা যায়, তাই পরবর্তীতে সেই কপি চাবি ব্যবহার করে প্রবেশ করার ঝুঁকিও থাকে।

সাময়িক পাসওয়ার্ডের আরও কিছু ব্যবহার

আপনার বাসায় জরুরী একটি পার্সেল এসেছে, বা বাসা থেকে জরুরী কোন ডকুমেন্ট সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি বিশ্বস্ত কাউকে সে কাজে পাঠান, তাকে আপনি সাময়িক পাসওয়ার্ড দিয়ে অল্প সময়ের জন্য অ্যাক্সেস দিতে পারবেন। এবং ৫ মিনিট পরেই এই সাময়িক পাসওয়ার্ডটি আর কাজ করবে না।

আপনার সাথে দেখা করার জন্য প্রিয় কোন বন্ধু আসছে। আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন। আপনি তাকে সাময়িক পাসওয়ার্ড দিয়ে ঘরে বসতে বলতে পারেন। আপনি পৌঁছাতে দেরি হলেও তাকে দরজার বাইরে অপেক্ষা করতে হল না।

আপনার কাজিন গ্রাম থেকে ঢাকায় এসেছে। ৩ দিন আপনার বাসায় থাকবে। আপনি ৩ দিনের নির্দিষ্ট টাইম সেট করে তাকে একটি পাসওয়ার্ড তৈরি করে দিতে পারবেন। শুধু আপনার সেট করে দেয়া সময়েই এই পাসওয়ার্ডটি কাজ করবে। মেয়াদ শেষ হয়ে গেলে আর সেই পাসওয়ার্ড ব্যবহার করে স্মার্ট ডোর লকটি খুলবে না।

আপনার একাধিক প্রপার্টি আছে, এবং আপনি সেগুলো সাময়িক সময়ের জন্য AirBNB স্টাইলে ভাড়া দিতে চান। সেক্ষেত্রে আপনি স্মার্টলাইফের স্মার্ট ডোর লক ব্যবহার করলে টাইম লিমিটেড সাময়িক পাসওয়ার্ড তৈরি করে আপনার গেস্টদের দিতে পারবেন, যা তাদের থাকাকালীন মেয়াদ পর্যন্তই কাজ করবে।

এরকমভাবে সাময়িক পাসওয়ার্ড আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে যেভাবে আপনি চান। স্মার্টলাইফের কোন কোন স্মার্ট ডোর লকগুলো Temporary/Guest পাসওয়ার্ড ফিচার সাপোর্ট করে সে সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন 01825-777111 বা 09613-070809 নম্বরে।

We will be happy to hear your thoughts

Leave a reply

SmartLife
Logo
Shopping cart